মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে মিশরকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতলো ক্যামেরুন।
স্ট্যাড ডি অ্যাঙ্গোনজেতে শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলে ক্যামেরুন। তবে খেলার ২২ মিনিটে মোহামেদ এলনেনির দারুণ কোণাকোণি শটে এগিয়ে যায় মিশর। কিন্তু প্রথম এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি ‘দি ফ্যারাওস’রা।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ক্যামেরুন। ৫৯ মিনিটে হেডে গোল করে দলকে সমতায় ফেরান নিকোলাস এন’ কোলু। আর খেলার শেষ বাঁশি বাজার ২ মিনিট আগে প্রায় একক প্রচেষ্টায় গোল করে ক্যামেরুনের ব্যবধান দ্বিগুণ করেন ভিনসেন্ট আবুবাকার। বাকী সময় আর কোনো গোল না হওয়ায় শিরোপা জয়ের আনন্দে মাতে ক্যামেরুন।
এ নিয়ে ৫ বারের মতো শ্রেষ্ঠত্বের আসনে বসলো অদম্য সিংহরা।তবে এখনো টুর্নামেন্টের সবচেয়ে সফল দল মিশর। সর্বোচ্চ ৭ বার শিরোপা ঘরে তুলেছে দলটি। সবশেষ ২০১০ সালে শিরোপা জেতে ‘দি ফ্যারাওস’রা।
ডিএইচ